ছবি ঘর | নির্মাণ তথ্য | খাবার | কৃষি | স্বাস্থ্য | প্রযুক্তি | দেশ | ইসলাম | লগইন

যে সহে সে রহে ভাবসম্প্রসারণ

মূলভাব: জীবনে চলার পথ নিছক সরল-সোজা নয়। নানারকম বাধা-বিপত্তি, দুঃখ-শোক, হতাশা, গ্লানি, ভয়, দারিদ্র্য প্রভৃতি বিরুদ্ধ শক্তি এসে বারবার মানুষের পথ আগলে দাঁড়ায়। এসব প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিনিয়ত সংগ্রাম করে মানুষকে এ পৃথিবীতে টিকে থাকতে হয়। আর পদে পদে এসব প্রতিবন্ধকতার সাথে লড়তে মানুষের মধ্যে সবার আগে যে মহৎ গুণটির থাকা প্রয়োজন সেটি হলো সহনশীলতা।

সম্প্রসারিত ভাব: পৃথিবীর ইতিহাসে যারা চির স্মরণীয় হয়ে আছে তাদের দিকে লক্ষ্য করলে দেখা যায়, তাদের জীবনের অন্যতম মূলমন্ত্র ছিল সহিষ্ণুতা তথা সহনশীলতা। যুগে যুগে মহামানবেরা তাদের অসীম ধৈর্য শক্তির গুণে সাধারণ মানুষদের কল্যাণের পথে টেনে এনেছেন। এ পথে চলতে গিয়ে তাদের বিভিন্ন সময় বিভিন্নরকম অত্যাচার সহ্য করতে হয়েছে। কিন্তু কোনো অবস্থাতেই তারা অসহিষ্ণুতার পরিচয় দেননি। মুহাম্মদ (স.) কিংবা যিশু খ্রীষ্টের জীবন সহনশীলতার অসামান্য নিদর্শন। কেবল মহামানবদের জীবন নয় বরং সাধারণ মানুষের জীবনেও পদে পদে আছে নৈরাশ্যের বেদনা, পরাজয়ের গ্লানি, ব্যর্থতার ক্লান্তি, বিপদের আশঙ্কা। এসবের বিরুদ্ধে প্রতি মুহুর্তে সংগ্রাম করে মানুষকে এ বিশ্ব সংসারে তার অবস্থান তৈরি করে নিতে হয়। আর এই সংগ্রামের মূল পাথেয় বা শক্তি হচ্ছে ধৈর্য তথা সহনশীলতা। সহনশীল ব্যক্তি পরাজয়, ব্যর্থতা, হতাশা, ক্লান্তি, ভয় প্রভৃতির কাছে কখনোই মাথা নত করে না। উপরন্তু এসবের বিরুদ্ধে ধৈর্য সহকারে সংগ্রাম করে সফলতার পথে এগিয়ে যায়। কেননা সে জানে অধৈর্য হলে এই প্রতিকূল শক্তিগুলোর বিরুদ্ধে সফলতা অর্জন করা সম্ভব হবে না। একমাত্র সহনশীলতার গুণেই মানুষ কঠিন বাস্তবতার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে সাফল্যের পথে অগ্রসর হতে সক্ষম হয়। সহনশীলতা বা ধৈর্যের গুণেই স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস বারবার যুদ্ধে পরাজিত হয়েও মাকড়সার জাল বোনা দেখে যুদ্ধ জয়ের স্বপ্ন দেখেন এমনকি যুদ্ধে জয়লাভও করেন। তাই ব্যর্থতাকে ভয় পেলে চলবে না বরং সহিষ্ণুতাকে ধারণ করে আত্মপ্রত্যয় নিয়ে সম্মুখে এগিয়ে যেতে হবে।

মন্তব্য: জীবনের প্রতি ক্ষেত্রেই সহনশীলতা একান্ত প্রয়োজনীয়। জীবনের যেকোনো প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে ধৈর্য সহকারে সিদ্ধান্ত গ্রহণ না করলে বড় ধরণের বিপদের আশঙ্কা থেকে যায়। অন্যদিকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করলে সাফল্য অনিবার্য।

উৎস ও ব্যবহারঃ-

পড়াশোনা বিষয়ক এই লিখাটি ইন্টারনেট ও বিভিন্ন বই থেকে তথ্য সংগ্রহ করে লিখা হয়েছে। এই লিখাটি সবার জন্যে উন্মুক্ত। ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়া যে কেউ এই লিখাটি ব্যবহার করতে পারবেন।

একই ধরনের বিষয়ঃ-

বিষয়: ভাবসম্প্রসারণ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি

বিষয়: ভাবসম্প্রসারণ একতাই বল

বিষয়: ইচ্ছা থাকলে উপায় হয় ভাবসম্প্রসারণ

বিষয়: ভাবসম্প্রসারণ শিক্ষাই জাতির মেরুদন্ড

বিষয়: ভাবসম্প্রসারণ সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত

বিষয়: ভাবসম্প্রসারণ বিদ্যা অমূল্য ধন

বিষয়: ভাবসম্প্রসারণ সকলের তরে সকলে আমরা

সর্বশেষ প্রকাশিত বিষয়

বিষয়: বিদ্রোহী কবিতার সারমর্ম

বিষয়: কাজলা দিদি কবিতার সারমর্ম

বিষয়: ছাত্রদলের গান কবিতার সারমর্ম

বিষয়: সংকল্প কবিতার সারমর্ম

বিষয়: কবর কবিতার সারমর্ম

বিষয়: ভাবসম্প্রসারণ একতাই বল

বিষয়: ভাবসম্প্রসারণ সকলের তরে সকলে আমরা

বিষয়: আপনারে লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনি পরে

বিষয়: বাংলা নববর্ষ রচনা ও ইতিহাস

বিষয়: বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা সারমর্ম

বিষয়: বঙ্গভাষা কবিতার সারমর্ম

বিষয়: সারাংশ ও সারমর্ম কাকে বলে? সারাংশ সারমর্ম লেখার নিয়ম

বিষয়: ভাবসম্প্রসারণ বিদ্যা অমূল্য ধন

বিষয়: যে সহে সে রহে ভাবসম্প্রসারণ